সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ
রবিবার নওগাঁয় কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা নিয়ে গঠিত নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান, সনদ ও পুরুস্কার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোনায়েম হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ক্বারী মোঃ দেলোয়ার হোসাইন সাঈদের সঞ্চালনায় ফাউন্ডেশনভুক্ত প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষার বিজয়ীদের হাতে নগদ টাকা, সনদ ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সব অনুষ্ঠানে বক্তারা শিশুদের মেধা বিকাশ ও ভালো মানুষ তৈরিতে অভিভাবকদের করনীয় নির্ধারনে গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ মোনায়েম হোসাইন বলেন, শিক্ষার্থীদের উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে ভালো মানুষ তৈরির জন্য আদব – কায়দা, শিষ্টাচার, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
উল্লেখ্য যে, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে তিনজন করে ট্যালেন্টপুলে ও সাতজন করে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসাইন,আব্দুল হাই, মনজুর মোর্শেদ টুটুল, আব্দুর রহিম, শাহজাহান আলী, নাজিম উদ্দীন, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *