নিজস্ব প্রতিবেদক, বগুড়া;
সিরাজগঞ্জ সদরের রানীগ্রাম পূর্বপাড়ার জিসান মন্ডলের বাড়ীর সামনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এর উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলো- রানীগ্রামের শফি মন্ডলের ছেলে জিসান মন্ডল (২০) এবং একই গ্রামের বাবুল শেখের ছেলে সুজন শেখ (২২)।
এসময় তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার বিকাল ৪.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এই অভিয়ান চালায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।