সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে নানাবাড়ীতে ঈদ করতে এসে প্রাণ গেল হোসাইনের

শেরপুর, বগুড়া প্রতিনিধি:

গুড়ার শেরপুর উপজেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে মায়ের সাথে নানাবাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দক্ষিণ পেঁচুল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার ধনুট মোড় হামছাপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, সামনে ঈদ তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং মা রুপালি বেগম গর্ভবতী সন্তান প্রসবের জন্যে আগেই শিশু হোসাইন কে সাথে নিয়ে বাবার বাড়িতে আসে। বিকালে শিশু হোসাইন তার নানির বাড়ির উঠানে খেলা করা অবস্থায় ঝুলন্ত বিদ্যুৎতিক তারে অসতর্কতার কারণে আটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এই ঘটনার বিষয়ে নিহত শিশু হোসাইনের দাদা আব্দুর সাত্তার জানান, আমার বিয়াইয়ের এক রুম থেকে বিদ্যুৎ এর লোকাল তার দিয়ে অন্য রুমে সংযোগ দিয়েছে, তার উপর দিয়ে টানানো ছিল, কিন্তু উঠানে মাটি রাখার কারণে তারের নিচে উচু ঢিবিতে পরিণত হয়। আর সেই উচু মাটিতে উঠে খেলতে খেলতে অসতর্কতার বসত তারে আটকে মারা যায়। বাবার বাড়িতে সন্তান প্রসব করতে এসে হোসাইনের মৃত্যুতে গর্ভবতী মা পারুলসহ তার পরিবারের লোকজনের কান্না ও আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *