সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গাবতলীতে ফসলী জমি কেটে পুকুর খনন


গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে ফসলী জমি হতে মাটি খনন করে পুকুর করায় ইউএনও’র বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত ২০মার্চ লিখিত অভিযোগটি দাখিল করেছেন, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের বেলতলা গ্রামের মৃত পরেশ চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র রায়।

ওই লিখিত অভিযোগে বলা হয়েছে, কাগইল মৌজায় তার ৭৮শতক ধানী জমি রয়েছে। কিন্তু একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আ: ছালাম তার ফসলী জমির পাশ থেকে মাটি কেটে অন্যত্র ট্রাকযোগে মাটি বিক্রি করছেন এবং পুকুর তৈরী করছেন। এতে করে চারপাশের আবাদী জমিগুলো ভেঙ্গে যাচ্ছে।

এ ব্যাপারে গাবতলীর ইউএনও রওনক জাহান বলেন, তিনি অভিযোগটি হাতে পেয়ে গত ৬ই এপ্রিল দুপুরে ওই বেলতলা গ্রামে অভিযান চালিয়েছেন। মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে

Check Also

পথশিশুদের শীতের পোষাকের সাথে দেয়া হলো চাইনিজ খাবার!

নিজস্ব প্রতিবদেক, বগুড়া বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *