নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ঈদ-উল ফিতর কে সামনে রেখে বগুড়া-নাটোর মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না, কোন কারন ব্যতিরেকে হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না। তাছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করতে পারবেনা। কারও বিরুদ্ধে চাঁদাবাজির কোন প্রকার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম।
বুধবার সকালে হাইওয়ে থানায় চাঁদাবজি বন্ধের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফকরুল ইসলাম জুম মিটিং এ নির্দেশনা দেন। দুপুরে নন্দীগ্রামের সকল সাংবাদিকদেরকে এসব কথা জানান, (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম আরো জানান, ‘পুলিশ সদস্য বা কোন সংগঠনের নামে রাস্তায় কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবেনা। ঈদে ঘরমুখি মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে আমরা সদা প্রস্তুত থাকবো।