রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গ্রহাণুর সরাসরি আঘাতে মারা যাওয়া ডাইনোসরের পা খুঁজে পেলেন বিজ্ঞানীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পাওয়া গেলো দারুণভাবে সংরক্ষিত একটি আস্ত ডাইনোসরের পা! যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার তানিস ফসিল সাইটে এই পা টি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তবে আসল বিস্ময় এখনও বাকি। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে যে দানবাকৃতির গ্রহাণু আছড়ে পড়েছিল, সরাসরি তার আঘাতেই এই ডাইনোসরটির মৃত্যু হয়েছিল। ওই ঘটনাকেই ইতিহাস থেকে ডাইনোসরের মুছে যাওয়ার জন্য দায়ি করা হয়ে থাকে। যদিও পুরো প্রক্রিয়াটি হতে বহু বছর সময় লেগেছিল। কিন্তু যে ডাইনোসরের পা বিজ্ঞানীরা পেয়েছেন সেটি ওই আছড়ে পরার দিনেই মারা যায়।

বিবিসি জানিয়েছে, তানিসে শুধু ওই পা নয়, আরও অনেক ফসিল উদ্ধার করা গেছে। এরমধ্যে আছে সেই একই সময়ে মারা যাওয়া মাছ, কচ্ছপ, ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণি এবং একাধিক প্রজাতির ডাইনোসর। আগামি সপ্তাহে এ নিয়ে একটি ডকুমেন্টরি প্রচার করবে বিবিসি।

ওই ডকুমেন্টরিতে এমন সব তথ্য দেয়া হবে যা এর আগে দর্শকরা কখনো শোনেননি।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক রবার্ট ডিপালমা এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমরা সেখান থেকে বিস্তারিত তথ্য পেয়েছি। সেখানে সব এমন ভাবে সাজানো যে আমরা ইতিহাসের ঘটনাপ্রবাহ দেখতে পাচ্ছিলাম। প্রতিটা মুহূর্তে কী হচ্ছিল তা জানা গেছে যেনো একটি সিনেমা চলছে। সেখানকার পাথর ও ফসিলের দিকে তাকালে আপনি একদম সেই গ্রহাণু আছড়ে পরার দিনে চলে যাবেন। এখনও বিতর্ক আছে যে আছড়ে পরা বস্তুটি কোনো গ্রহাণু ছিল না, বরঞ্চ একটি ধূমকেতু ছিল। নতুন এই আবিষ্কার সেই বিতর্ক শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

Check Also

মহাকাশে টিকটক!

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। প্ল্যাটফর্মটিতে ভিডিও প্রকাশ করে চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *