নওগাঁ প্রতিনিধিঃ
১৪ জুলাই, বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার পাত্রখাতা গ্রামে ৫০ টি পরিবারের মাঝে ১৮০০০ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সারাদিনে ৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছানোর ব্যবস্থা করা হয়। খাবার সামগ্রী না দিয়ে সংগঠনটি নগদ অর্থ প্রদান করে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা সম্পাদক মুহাম্মাদ রবিউল সরদার ও সদস্য ওয়াজকুরুনি রহমান। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে আব্দুল খালেক ও ফরহাদ রেজা সারাদিন সময় দিয়ে সাহায্য করেন।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ৩৩০০ ব্যাগের বেশি রক্তদান করেছে। এছাড়াও যেকোনো দূর্যোগে সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।