আব্দুল গাফফার, শেরপুর, বগুড়া:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের শাহবন্দেগী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। ২৪ এপ্রিল রবিবার সকাল ৮টায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, সচিব ইকবাল হোসেন।
সকাল ৮টা থেকে ২৪০৭টি কার্ডের মাধ্যমে ভিজিএফ এর চাল ইউপি সদস্য জাহাঙ্গির ইসলাম, জাহিদুল ইসলাম, বকুল, ফেরদৌস, সোহেল, নাছিমা, মুজাম, সোনা মিয়া, রফিকুল ইসলাম এর কঠোর পরিশ্রমে নিজের হাতে বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেকোরেটর থেকে ছামিয়ানার ব্যবস্থা করায় প্রসংশায় ভাসছে অত্র ইউপির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সুষ্ঠু বিতরনে সুন্দর পরিবেশে চাল পেয়ে খুশি গরিব অসহায় মানুষেরা।
এ সময় ভিজিএফ এর চাল নিতে আসা অনেকে বলেন বিগত দিনের চেয়ে এবারের ভিজিএফ এর চাল নিতে কোন প্রকার দূর্ভোগ বা হয়রানির স্বীকার হতে হয়নি। চাল বিতরনের সময় লাইন ধরে সিরিয়াল অনুযায়ী উপস্থিত সুবিধাভোগীরা চাল সংগ্রহ করতে পারছে হয়রানী ছাড়া। বিশেষ করে চাল বিতরণের জন্য পরিষদের পক্ষ থেকে ছামিয়ানা টাঙ্গানো হয়েছে যার ফলে প্রচন্ড রোদের মধ্যেও সাচ্ছন্দে ভিজিএফ এর চাল বিতরণে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম ও সচিব ইকবাল হোসেন বলেন, ইউনিয়নের নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে ডেকোরেটর থেকে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে যাতে গরিব অসহায় মানুষেরা রোযা থেকে ভিজিএফ এর চাল সংগ্রহ করতে এসে প্রচন্ড রোদে কষ্ঠ করতে না হয় ও সিরিয়িালে দাড়িয়ে চাল সংগ্রহ করতে পারে। জনসাধারনের যথাসথ সেবা দিতে ইউনিয়ন এক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।