নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বস্তির সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ১৪ এপ্রিল ২০২২, পয়লা বৈশাখ ১৪২৯ বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরপার্কের জগিং সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার নিয়ে বসে আছে সুবিধা বঞ্চিত শিশুরা। ছবি: এস এম সিরাজ
বক্তব্য রাখছেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মো: মহররম আলী।
ইফতার নিয়ে বসে আছে সুবিধা বঞ্চিত শিশুরা। ছবি: এস এম সিরাজ
বিপুল সংখ্যক সুবিধা বঞ্চিত রোজাদার ইফতারে শরীক হন।
পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মো: মহররম আলীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন পদ্মা ফুডস এর স্বত্বাধিকারী এমদাদুল হক বাবু, ফোর আর আধুনিক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম, তরুণ সমাজসেবক আব্দুল গাফ্ফার, তরুণ সমাজসেবক আমিনুল ইসলাম সুমন, তরুণ সাংবাদিক প্রতীক ওমর, সমাজসেবক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রজনীগন্ধা ক্লাবের সভাপতি জিয়া আলম, পথের দিশার উদ্যোক্তা ডা. ইমরান রাশেদ, পথের দিশা ভাসমান স্কুলের সেক্রেটারী মো. শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, আতিক হাসান, মাসুমা আক্তার প্রমূখ। সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
পথের দিশা ভাসমান স্কুলের নির্বাহী কমিটির সদস্য, তরুণ সমাজসেবক আব্দুল গাফ্ফার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে অগ্রিম ঈদ সেলামী বিতরণ করেন।
অনুষ্ঠানের পথের দিশা ভাসমান স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক সুবিধা বঞ্চিত রোজাদার ইফতারে শরীক হন।